বড়াইগ্রামের লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য তিন দিনেই উদঘাটন করলো পুলিশ

মোঃ রেজাউল করিম মৃধা,
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরদারপাড়া মহল্লায় মৃত শফি উল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী মমতাজ বেগম (৭০) হত্যা মামলার রহস্য তিন দিনের মধ্যেই উদঘাটন করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানা পুলিশের চৌকস টিম অত্যাধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায়, উক্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি ভাবে জড়িত থাকায়, নিহতের নাতনি একই এলাকার শহিনুজ্জামান শাহিনের মেয়ে ফাউজিয়াকে গ্রেফতার করেছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামীম ও এ এস আই রাজিবের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার রাত ১১টার দিকে নাটোর হরিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফাউজিয়া ও তার কথিত স্বামী মিনারুলকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত রোববার রাতে ফাঁকা বাড়িতে একাকী থাকা অবস্থায় পরিধেয় তিন ভরি স্বর্ণালংকারের লোভে নিজের নানী মমতাজ বেগমকে মুখ থেঁতলে হত্যা করে ফাউজিয়া। পরে গহনা বিক্রি করে লাগেজ ভর্তি নতুন পোশাক কিনে পালানোর প্রস্তুতি নেয় তারা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাউজিয়া হত্যার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন