বড়াইগ্রামে সেনা অভিযানে মাছ ধরার ৩০ টি জাল পুড়িয়ে ধ্বংস

মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে মাছ ধরার ২৩ টি চায়না দুয়ারি ও ৭ টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ ৬ই আগষ্ট বুধবার বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া স্লুইসগেট এলাকায় বড়াল নদী হতে এসব জাল জব্দ করা হয়।
এ অভিযানে বড়াইগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন প্রামানিক, বাগাতিপাড়া উপজেলাা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান সহ সেনাবাহিনী উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু মৎস্য আহরণকারীরা তাদের জাল ফেলে দ্রুত পালিয়ে যায়। তখন এলাকাবাসীদের সহযোগিতায় জালগুলো উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আপনার মতামত লিখুন