লিভর্ণ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভায় নেতৃবৃন্দের ঐক্যের আহ্বান

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিভর্ণ বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় আনিসুর রহমান আকন্দ-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
সভাপতিত্ব করেন লিভর্ণ বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ক্রুজ জেমস বিপ্লব, পরিচালনায় ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা নুরুল হক ও সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আশিক মিয়া|
প্রধান অতিথি ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন ইতালির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম: তিনি দলকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন: তিনি দলের অবকাঠামো, ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন এবং লিভর্ণ বিএনপিকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিভর্ণ বিএনপি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আফিল উদ্দিন দফেদার, সাবেক সহ-সভাপতি জাফর পাটোয়ারী জাহের, সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান সওদাগর, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, লিভর্ণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক কাজি জহির, সদস্য সচিব মাসুম আহমেদ প্রমুখ|
অনুষ্ঠানে পিসা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন আবু আলম হোসেন, আবু মাসুম সুমন, সাইফুল আবেদীন, ফিরেন্স থেকে আগত সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ, রেমন মিয়া, এছাড়াও মফিজ উদ্দিন, মানিক মিয়া, আন্না ফারুক, বাবলু মিয়া, মিলন শেখ, মাইনুদ্দিন, ডাক্তার আবিরসহ লিভর্ণ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও অসংখ্য সদস্যগণ।
সভায় বক্তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে প্রতিটি কর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রতিটি বাড়ি, পরিবার ও প্রবাসে দলের দাওয়াত পৌঁছে দিতে হবে।
আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।
আপনার মতামত লিখুন