বিশ্বে অবস্থানরত করিমপুর প্রবাসীদের নিয়ে গঠিত করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন

Oplus_131072
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে ফোরামের কার্যক্রমের নতুন যাত্রা শুরু হলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপন সরকার। এতে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিনিধি সম্পাদক বিল্লাল সরকার, রাজ্জাক মাস্টার, শাখাওয়াত ফরাজি, ফারুক মোল্লা, মানিক সাজান, নবী মিয়া সহ গ্রামের মুরুব্বি ও বাজার কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রবাসীদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
প্রতিষ্ঠাতা ও দপ্তর সম্পাদক নিজাম শাহ্ ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন। তিনি প্রবাসীদের ঐক্য, সহযোগিতা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিল্লাল সরকারসহ উপস্থিত সকলে ফোরামের এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
আপনার মতামত লিখুন