যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী ও সাংস্কৃতিক সন্ধা
যুব সমাজের উদ্যোগে কালীগঞ্জে মাদক বিরোধী সচেতনতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : যুব সমাজের উদ্যোগে ঈদ পরবর্তী কালীগঞ্জে মাদক বিরোধী সচেতনতা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। উত্তর সোম-অলুয়া-টিউরী তিন গ্রামের যুব সমাজ-এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে যুব সমাজের উদ্যোগে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে -এ মাদক বিরোধী সচেতনতা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক একেএম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির আহবায়ক সদস্য খাইরুল আহসান মিন্টু, থানার যুব বিষয়ক সম্পাদক আব্দুল বাসেদ বাচ্চু, দুদকের সাবেক উপপরিচালক শফিউদ্দিন দেওয়ান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি সিরাজ উদ্দিন সিরু, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, প্রমুখ।
অনুষ্ঠানে শিশু-কিশোর, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে মাদকের বয়াবহতা, কুফল ও সচেতনতা সৃষ্টি করার লক্ষে -এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন