ঈদের ছুটিতে হাজারো মানুষের ঢল
কালীগঞ্জের ফুলদী নলী ব্রীজে ঈদের ছুটিতে হাজারো মানুষের ঢল

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নলী ব্রীজে ঈদুল ফিতরের দিনে হাজারো মানুষের ঢল নেমেছে। প্রচন্ড ভিড় উপেক্ষা করে আনন্দ উৎসবে মেতে ওঠেছে ঘুরতে আসা হাজারো ভ্রমন পিপাসু দর্শনার্থী।
সরেজমিনে দেখা যায়, থানা সদর হতে প্রায় ৬ কি.মি. উত্তরে নলী ব্রীজটির বক্তারপুর ইউনিয়নের ফুলদী ও বক্তারপুর এলাকাকে বিভক্ত করেছে। বিশেষ দিনে বিশেষ মূহুর্তে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভ্রমনে আসে মনোরম এই খোলা জায়গায়। চতুর্দিকে ঘাড় সবুজের ধান ক্ষেত। এ যেন সবুজের প্রান্তর। আর বর্ষা আসতেই বিলের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গ্রীস্ম কালে সবুজের সমারোহ এবং বর্ষাকালে ব্রীজের দু’দিকে জলাশয় দর্শনার্থীদের বিমোহিত করে তোলে।
ব্রীজ সংলগ্ন এলাকায় দেখা যায়, ঈদ আনন্দ উপভোগ করতে উৎসবে মেতে উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীদের। পরিবারের ছোট ছোট শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, রাজনীবিদ ও গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেনি পেশার মানুষ ছুটে আসে এই নলী ব্রীজ নামে খ্যাত এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। সুন্দর এই মূহুর্তকে ধরে রাখতে ও ক্যামেরাবন্দী করতে ব্যস্ত অনেকে। আবার অনেকেই সেলফি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে।
নলী ব্রীজে প্রকৃতিকে উপভোগ করতে আসা তুমলিয়া এলাকার স্কুল শিক্ষিক শাবরিন আক্তার ও ফুলদী এলাকার রাসেল প্রতিবেদককে জানায়, ঈদের ছুটিতে প্রাকৃতিক পরিবেশে পরিবারের স্বজনদের নিয়ে বেড়াতে এসেছি। উম্মুক্ত ও খোলা জায়গা থাকায় সকল শ্রেণী পেশার মানুষ প্রকৃতিকে উপভোগ করতে প্রতি ঈদে এখানে বেড়াতে আসে।
আপনার মতামত লিখুন