কৃষদের মাঝে বীজ ও সার বিতরণ
কালীগঞ্জে বিনা মূল্যে কৃষদের মাঝে বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনার কর্মসূচীর আওতায় বীজ বিতরণ করা হয়েছে। এতে এক শত পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার আয়োজনে কৃষকদের মাঝে বিনা মূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন ঊমি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, কৃষি বিভাগের কর্মকর্তা ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন