বড়াইগ্রামে শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারী মোঃ বাবর আলীর সন্চালনায়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাসেম আলী মীর।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সবুর, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা ডঃ মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা ও এমপি পদপ্রার্থী নাটোর -৪(বড়াইগ্রাম – গুরুদদসপুর) মাওলানা মোঃ আব্দুল হাকিম,
সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাটোর জেলা মোঃ মোস্তাফিজুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াই উপজেলা মাওলানা মোঃ হাবিবুর রহমান। সমাবেশে অতিথিবৃন্দ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং শ্রমজীবি মানুষের নাগরিক মর্যাদা যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মাওলানা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং মাঝঁগাও ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ আবুল হাসেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং মাঝঁগাও ইউনিয়নের সেক্রেটারী মাওলানা মোঃ দেলোয়ার হোসেন খান সহ সহস্রাধিক নেতা কর্মী’রা।
আপনার মতামত লিখুন