নাটোরের বড়াইগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, নাটোরের বড়াইগ্রামে রেলি, আলোচনাসভা, শপথবাক্য পাঠ ও যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ উমিরুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারতুজুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী, উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, যুব উন্নয়নের উপকার ভোগী সদস্য/সদস্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবর্গ, উপজেলা স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুর রহমান, বড়াইগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী, বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি সুরুজ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।এসময় একজন সফল আত্ম কর্মী মীর নাইমুল ইসলাম যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে তার চলমান জীবনের সফলতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
এছাড়া এ অনুষ্ঠানে সকল বক্তারা যুব সমাজের উদ্দ্যেশে বলেন, দেশের এক-তৃতীয়াংশ মানুষ যুবক। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে পারলে তারা অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।আলোচনা শেষে প্রধান অতিথি ৩২ জন উদ্যোক্তাদের মাঝে ২৮ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেন।
আপনার মতামত লিখুন