আয় বর্ধক প্রকল্প ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিলেন জেলা প্রশাসক
এনজিওদের আয় বর্ধক প্রকল্প ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিলেন জেলা প্রশাসক

ঝালকাঠি প্রতিনিধি : এনজিওদের ক্ষুদ্র ঋণের লাভের টাকা দিয়ে দরিদ্র মানুষদেরকে আয়বর্ধক প্রকল্প ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। রোববার বিকেলে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ঝালকাঠিতে যে সকল এনজিও ক্ষুদ্র ঋণের কার্যক্রম বাস্তবায়ন করছে এখন থেকে সে সকল এনজিওকে আয় বর্ধক প্রকল্প ও সামাজিক ইস্যু ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ঋণের মাধ্যমে দরিদ্র মানুষের কাছ থেকে সুদ নিয়ে আয় করবেন তাঁদের কিছুই দিবেন না তা হবে না। আয়বর্ধক প্রকল্প যেমন- হতদরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে গরু,ছাগল ও সেলাই মেশিন বিতরণ। পরিবেশ উন্নয়নে স্যানিটারী লেট্রিন ও গভীর নলকূপ বিতরন সহ সামাজিক কর্মসূচি যেমন- যৌতুক ও বাল্য বিবাহ রোধ,নারীর ক্ষমতায়ন,ইভটিজিং, নারীর আইনী সহায়তা, নারী ও শিশু নির্যাতন,ঝড়ে পড়া শিশুদের স্কুল মুখী করা,পরিবেশ উন্নয়নের উপর কাজ করার
নির্দেশনা দেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা, মিতু সেতু চ্যারিটাবল সোসাইটির নির্বাহী পরিচালক মো: নুরুজ্জামান আকন, সাইডোর নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কামাল, জেডিএস এর নির্বাহী পরিচালক মো: শাহআলম খলিফা, কোডেক এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার তছলিম উদ্দিন প্রমুখ। এসময় ব্র্যাক, আশা, পদক্ষেপ, হিল ফুল ফুজুল, সংগ্রাম সহ জেলার কর্মরত এনজিওর কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি মো: খলিলুর রহমান মৃধা বলেন,ক্ষুদ্র ঋণে শিকলে বন্দি করে দেয় হতদরিদ্র মানুষের জীবন। জেলা প্রশাসকের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।ক্ষুদ্র ঋণের মাধ্যমে ব্যাবসা করবেন আর তাদের কিছুই দিবেন না তা হতে পারেনা।
আপনার মতামত লিখুন