খুঁজুন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ, ১৪৩১

চোরের হাতে ডিউটিরত নাইট গার্ড খুন

সুজন ওরফে ডিপজল চোরের হাতে ডিউটিরত নাইট গার্ড খুন

ঢাকা থেকে :
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
সুজন ওরফে ডিপজল চোরের হাতে ডিউটিরত নাইট গার্ড খুন

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি : মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানে বিগত কয়েকটি দুর্ধর্ষ খুনের কারনে শংকিত ঢাকা উদ্যানবাসী। এবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন, ঢাকা উদ্যানের বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হাউজিং এর নাইট গার্ড, মোঃ রবিউল ইসলামকে চাকু দিয়ে ছুড়িকাঘাত করে খুন করা হয়েছে।

এ ব্যাপারে নিহত রবিউলের বড় ভাই মোঃ আশরাফুল আলম (৪০) মোহাম্মদপুর থানায় ১টি মামলা দায়ের করেন। মামলা নং- ২৫, ১১/১০/২০২৪ ইং।
মামলার এজাহারে রবিউলের বড় ভাই উল্লেখ করেন, আমার মেজ ভাই মোঃ রবিউল ইসলাম (৩৪), তার স্ত্রী চাঁদনী বেগম তাদের ছেলেমেয়ে সহ মোহাম্মদপুর ঢাকা উদ্যান, রোড নং-২, ব্লক-সি, বাসা নং-২৬ ভাড়াটিয়া বাসায় বসবাস করিয়া মোহাম্মদপুর থানাধীন, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হাউজিং এর নাইট গার্ডের চাকুরি করিতো। ১১/১০/২০২৪ ইং হতে রাত অনুমান ১.০০ ঘটিকার সময় আমার চাচাতো ভাই জিকরুলের মোবাইল হতে জানায় যে, আমার মেজ ভাই মোঃ রবিউল ইসলাম (৩৪) এর শারীরিক অবস্থা ভালো নয়। কিছুক্ষণ পরে আমার চাচাতো ভাই জিকরুল আমাকে পুনরায় ফোন করে জানায়, আমার ভাই রবিউল ইসলাম মারা গেছে এবং তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আমি উক্ত সংবাদ পাইয়া আমার গ্রামের বাড়িতে আমার বাবা ও মাকে এবং নিকট আত্মীয়-স্বজনকে জানাইয়া আমার স্ত্রীকে নিয়ে দ্রুত রওনা করিয়া উক্ত হাসপাতালে পৌঁছাই। উক্ত হাসপাতালে উপস্থিত লোকজনসহ ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড হাউজিং এর সহকারী ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন ছায়েদী ও সিকিউরিটি সুপারভাইজার মোঃ আব্দুল হান্নান মোবাইল ফোনে দেখানো মতে, আমার ভাই মোঃ রবিউল ইসলাম এর লাশ সনাক্ত করি। ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির লিমিটেড হাউজিং এর সহকারী ম্যানেজার ও তাদের সিকিউরিটি সুপারভাইজারদের নিকট হইতে আমার ভাই মোঃ রফিকুল ইসলামের মৃত্যুর কারণ সম্পর্কে খবর নিয়ে জানা যায় যে, ১০/১০/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার ভোররাত অনুমান পাঁচটায় লোহার রড চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় আমার ভাই মোঃ রবিউল ইসলাম (৩৪) তার সঙ্গীয় অন্যান্য নাইটগার্ড মাহফুজ, আব্দুল মালেক, মোঃ সেলিম মিলে লোহার রড চুরির সাথে জড়িত চোর সুজন ওরফে ডিপজল (২২) সহ তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৫-৭ জন চোরদের ধাওয়া করে তাদের নিকট থেকে লোহার রড আটক করে, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির লিমিটেড হাউজিং এর ভেতর নিয়ে আসে।পরবর্তীতে আমার ভাই মোঃ রবিউল ইসলাম (৩৪) বৃহস্পতিবার ১০/১০/২০২৪ ইং তারিখ অনুমান ১০ঃ১৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হাউজিং, ব্লক-এ, রোড নং-৩ এর জাকিরের দোকানের সামনে নাইট গার্ডের ডিউটি করার সময় পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ৫-৭জন ব্যক্তিদের সহায়তায় আসামী সুজন ওরফে ডিপজল (২২) তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাই মোহাম্মদ রবিউল ইসলাম (৩৪)এর পেটে ও বাম হাতের বাহুতে, এলো পাথারি আঘাত করিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ঘটনার দিনের উক্ত সময়ের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরায়ও তা পরিলক্ষিত হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, আমার ভাই মোঃ রবিউলকে মৃত বলে ঘোষণা করে।

সরেজমিনে জানা যায়, আসামি সুজন ওরফে ডিপজল(২২) এর পিতা মোঃ আনছু। ঠিকানা- ব্লক-এ, রোড নং-৩, ঢাকা উদ্যান, থানা- মোহাম্মদপুর।

নিহত রবিউলের স্ত্রী চাঁদনী বলেন, আমার দুটি বাচ্চা আছে। বাচ্চা দুটি নিয়ে কিভাবে খাব, কিভাবে চলবো? আমার মেয়ে একটা ক্লাস সিক্সে পড়ে, ছেলে মাদ্রাসায় পড়ে। এখন তো আমার দেখার মতো কেউ নাই, আমি খুব অসহায়।ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সিকিউরিটি গার্ড ছিল আমার স্বামী। তাদের কাছে আমি আমার পরিবারের জন্য সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং সরকারের কাছে আমার স্বামী হত্যার দ্রুত বিচার চাই।

রবিউলের মাদ্রাসায় পড়ুয়া ছেলে বলেন, ঘটনার দিন রাতে বাসা থেকে আমার আব্বু ডিউটিতে যাওয়ার সময়,আব্বুকে পরোটা নিয়ে আসার জন্য বলেছিলাম। আব্বু বলছে ঠিক আছে আনমু। রাত ১০ঃ৩০ ঘটিকায় খবর এসেছে আমার আব্বুকে সন্ত্রাসীরা ছুরি মেরেছে। আমার আম্মু সেখানে গিয়েছে। আমি অনেক কান্না করেছি। আমার আব্বুকে যারা খুন করেছে তাদের বিচার চাই।

সিকিউরিটি গার্ডের সুপারভাইজার মোঃ আব্দুল হান্নান বলেন, নাইটগার্ড রবিউল ইসলাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে আসামি সুজন ওরফে ডিপজল (২২) নাইট গার্ড রবিউল ইসলামকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই মোঃ আশরাফুল আলম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।আমরা প্রশাসনের কাছে দ্রুত আসামিকে ধরে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উক্ত বিষয়ে, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সেক্রেটারি ফজলুল করিম বাদল বলেন, আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই প্রশাসনের কাছে। প্রশাসন যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে আসে। এলাকার মানুষের নিরাপত্তার কাজে নাইট গার্ডরা দায়িত্ব পালন করে। তাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে তারা কিভাবে কাজ করবে। এ সমস্ত যারা সিকিউরিটি গার্ড আছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমরা প্রশাসনের কাছে রবিউল হত্যার দ্রুত বিচার চাই। আমরা ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমাদের নাইট গার্ড রবিউলের পরিবারের পাশে সার্বিকভাবে সহযোগিতা করব।

উক্ত মামলার বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, আলী ইফতেখার হাসান জানান, উক্ত ঘটনা জানার পর থেকেই, আমাদের পুলিশ বাহিনীর ২টি টিম আসামিকে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিসিটিভির ফুটেজ অনুযায়ী আমরা আসামিকে ধরার জন্য আইডেন্টিফাই করছি। আসামি সুজন ওরফে ডিপজলের সাথে আরো কেউ জড়িত আছে কিনা আমরা তদন্তাধীন রেখেছি। খুব দ্রুত আসামী ধরা পড়বে আশাবাদী।

কালীগন্জে পুলিশের মাদক অভিযানে আটক ৩

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
কালীগন্জে পুলিশের মাদক অভিযানে আটক ৩

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও চোলাই মদ এবং মাদক বিক্রির টাকাসহ আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পৌরসভার বাঙ্গালহাওলা ও নাগরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঙ্গালহাওলা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের পূত্র ইয়াসির আরাফাত শেখ (৩৫), ওমর আলীর পূত্র রহিম শেখ (৪৫) এবং নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা হতে চোলাই মদসহ কাসেম কাজির পূত্র হালিম কাজিকে আটক করা হয়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরাফাত শেখের নিকট হতে ৩৩ টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা, রহিম শেখের নিকট হতে ১৮ টি ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা এবং হালিম কাজির নিকট হতে চোলাই মদ উদ্ধার করা হয়। তারা তিন জনই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ১০(ক) ধারায় মামলা হয়েছে।

মামলা নং২৫(১১)২৪ ও ২৬(১১)২৪। ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছাতকে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মিজবাহ উদ্দিন গ্রেফতার

ছাতক প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
ছাতকে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মিজবাহ উদ্দিন গ্রেফতার

ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের অভিযানে ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মিজবা ওরফে মিজবাহ উদ্দিন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। ১৯ নভেম্বর রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এএসআই মোহাম্মদ তোলা মিয়া, এএসআই মোঃ তোহা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-২২৬/১০ (ছাতক) কে গ্রেফতার করা হয়।

আসামী ছাতক উপজেলার সেওতরপাড়া গ্রামের রজব আলীর পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মিজবা ওরফে মিজবাহ উদ্দিন কে গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

ছাতক ইসলামিক সোসাইটি ইউ কে এর সেক্রেটারী ব্যারিষ্টার এনামুল হক শাহিন কে সম্মাননা স্মারক প্রদান

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
ছাতক ইসলামিক সোসাইটি ইউ কে এর সেক্রেটারী ব্যারিষ্টার এনামুল হক শাহিন কে সম্মাননা স্মারক প্রদান

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর (লক্ষিপুর) গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, তরুন সমাজসেবী ও শিক্ষানুরাগী, ছাতক ইসলামিক সোসাইটি ইউ কে এর সেক্রেটারী, ব্যারিষ্টার এনামুল হক শাহিন স্বদেশে সংক্ষিপ্ত সফর শেষে (২০ নভেম্বর ২০২৪ ইং তারিখে) যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষ্যে দশঘর যুব সমাজ এর পক্ষ থেকে সিলেট’স্থ তার বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ শেষে যুব সমাজের পক্ষ থেকে “সম্মাননা স্মারক”প্রদান করা হয়। যুব সমাজ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দ্যোগে “৭ম তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫ ” (৮ই জানুয়ারী ২০২৫) এর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও মসজিদের কাজে সকল ধরনের সহযোগিতায় পাশে থাকবেন বলে যুব সমাজের নেতৃবৃন্দকে জানিয়েছেন। এমনকি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার বিষয় নিয়ে যুব সমাজের নেতৃবৃন্দ সাথে আলোচনা করেন। মাদ্রাসার হিফজ্ শাখা নিয়ে চমৎকার পরিকল্পনা আমাদের কে নতুন আশা জাগিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহমদ, মাস্টার রেজ্জাদ আহমদ, সাংবাদিক ফজল উদ্দিন, বদরুল ইসলাম, শামীম আহমদ, সাকলান আহমদ প্রমুখ। সেই সাথে বিগত দু’দিন পূর্বে গ্রামের মাদ্রাসার দাখিল শাখার একজন সাবেক ছাত্র হিসেবে বেলা ৩. ০০টায় ভিজিটে গিয়ে শ্রেনি কার্যক্রম / অফিস কার্যক্রম বন্ধ পেয়েছেন, যেখান ৩.৩০ / ৪. ০০ টা পর্যন্ত শ্রেনি কার্যক্রম চলমান থাকার কথা সেখানে মাদ্রাসাটি বন্ধ পেয়ে খুব দুঃখ প্রকাশ করেন। তারপরও দাখিল শাখা নিয়ে উনার খুব সুন্দর চিন্তাভাবনার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। আল্লাহ পাক যেন এই সব ভাল কাজের পরিকল্পনা গুলো ব্যস্তবায়নের তাওফিক দান করেন। নিরাপদ যাত্রার জন্যে তিনি সবার কাছে দোয়া রইলো প্রার্থী।