খুঁজুন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ, ১৪৩১

সফল সাংবাদিক সাকির আমিন

বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফল সাংবাদিক সাকির আমিন 

ছাতক থেকে :
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফল সাংবাদিক সাকির আমিন 

Oplus_131072

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার আমিন বাড়ির আঙ্গিনায় বস্তায়  আদা চাষ করে সফল হয়েছেন সাংবাদিক সাকির আমিন। ভোরে ঘুম থেকে ওঠে সকাল দশ টা পর্যন্ত সময় টাকে কাজে লাগাতে নিজ ইচ্ছা থেকেই গত বছর ৫০ টি বস্তায় আদা চাষ করে আগ্রহ বেড়ে যাওয়ায়।এ বছর উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ১০০ টি বস্তায় বাড়ির আঙ্গিনায় আদা চাষ শুরু করেন সাংবাদিক সাকির আমিন। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাধ্যমে সিমেন্টের বস্তা সংগ্রহ করে আদা চাষ শুরু করেন দৈনিক কালবেলা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ও দৈনিক জৈন্তা বার্তার উপজেলা প্রতিনিধি সাকির আমিন। জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস অপেক্ষা করলেই প্রতি বস্তায় ৩-৪ কেজি আদা উৎপাদন করা সম্ভব। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। অতি বৃষ্টি, খরা সহ যেকোনো প্রাকৃতিক দূর্যোগে এ আদার ক্ষতি করতে পারে না। বস্তা স্থানান্তর করা যায়। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বাড়ির আঙ্গিনা অথবা পতিত জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষক  এবং সাধারণ মানুষের। বস্তায় আদা চাষে প্রথমে মাটি, জৈব সার,ছাই,বালি,গোবর সার ও দানাদার কীটনাশক নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হয়।তবে আদার কন্দ লাগানোর আগে ছত্রাক নাশক পানিতে শোধন করে নিলে ভাল হয়।মাটি ভর্তি বস্তায় তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। বাড়ির আঙ্গিনা আশপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি এসব বস্তা রাখা যায়। প্রতি বস্তায় ৩০ -৪০ টাকার মত খরচ হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান এবছর উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমি পতিত পড়ে আছে। দুটি প্রকল্পে ৩ হাজার হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্য মাত্রা থাকল

কালীগন্জে পুলিশের মাদক অভিযানে আটক ৩

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
কালীগন্জে পুলিশের মাদক অভিযানে আটক ৩

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও চোলাই মদ এবং মাদক বিক্রির টাকাসহ আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পৌরসভার বাঙ্গালহাওলা ও নাগরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঙ্গালহাওলা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের পূত্র ইয়াসির আরাফাত শেখ (৩৫), ওমর আলীর পূত্র রহিম শেখ (৪৫) এবং নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা হতে চোলাই মদসহ কাসেম কাজির পূত্র হালিম কাজিকে আটক করা হয়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরাফাত শেখের নিকট হতে ৩৩ টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা, রহিম শেখের নিকট হতে ১৮ টি ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা এবং হালিম কাজির নিকট হতে চোলাই মদ উদ্ধার করা হয়। তারা তিন জনই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ১০(ক) ধারায় মামলা হয়েছে।

মামলা নং২৫(১১)২৪ ও ২৬(১১)২৪। ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছাতকে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মিজবাহ উদ্দিন গ্রেফতার

ছাতক প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
ছাতকে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মিজবাহ উদ্দিন গ্রেফতার

ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের অভিযানে ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মিজবা ওরফে মিজবাহ উদ্দিন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। ১৯ নভেম্বর রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এএসআই মোহাম্মদ তোলা মিয়া, এএসআই মোঃ তোহা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-২২৬/১০ (ছাতক) কে গ্রেফতার করা হয়।

আসামী ছাতক উপজেলার সেওতরপাড়া গ্রামের রজব আলীর পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মিজবা ওরফে মিজবাহ উদ্দিন কে গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

ছাতক ইসলামিক সোসাইটি ইউ কে এর সেক্রেটারী ব্যারিষ্টার এনামুল হক শাহিন কে সম্মাননা স্মারক প্রদান

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
ছাতক ইসলামিক সোসাইটি ইউ কে এর সেক্রেটারী ব্যারিষ্টার এনামুল হক শাহিন কে সম্মাননা স্মারক প্রদান

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর (লক্ষিপুর) গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, তরুন সমাজসেবী ও শিক্ষানুরাগী, ছাতক ইসলামিক সোসাইটি ইউ কে এর সেক্রেটারী, ব্যারিষ্টার এনামুল হক শাহিন স্বদেশে সংক্ষিপ্ত সফর শেষে (২০ নভেম্বর ২০২৪ ইং তারিখে) যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষ্যে দশঘর যুব সমাজ এর পক্ষ থেকে সিলেট’স্থ তার বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ শেষে যুব সমাজের পক্ষ থেকে “সম্মাননা স্মারক”প্রদান করা হয়। যুব সমাজ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দ্যোগে “৭ম তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫ ” (৮ই জানুয়ারী ২০২৫) এর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও মসজিদের কাজে সকল ধরনের সহযোগিতায় পাশে থাকবেন বলে যুব সমাজের নেতৃবৃন্দকে জানিয়েছেন। এমনকি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার বিষয় নিয়ে যুব সমাজের নেতৃবৃন্দ সাথে আলোচনা করেন। মাদ্রাসার হিফজ্ শাখা নিয়ে চমৎকার পরিকল্পনা আমাদের কে নতুন আশা জাগিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহমদ, মাস্টার রেজ্জাদ আহমদ, সাংবাদিক ফজল উদ্দিন, বদরুল ইসলাম, শামীম আহমদ, সাকলান আহমদ প্রমুখ। সেই সাথে বিগত দু’দিন পূর্বে গ্রামের মাদ্রাসার দাখিল শাখার একজন সাবেক ছাত্র হিসেবে বেলা ৩. ০০টায় ভিজিটে গিয়ে শ্রেনি কার্যক্রম / অফিস কার্যক্রম বন্ধ পেয়েছেন, যেখান ৩.৩০ / ৪. ০০ টা পর্যন্ত শ্রেনি কার্যক্রম চলমান থাকার কথা সেখানে মাদ্রাসাটি বন্ধ পেয়ে খুব দুঃখ প্রকাশ করেন। তারপরও দাখিল শাখা নিয়ে উনার খুব সুন্দর চিন্তাভাবনার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। আল্লাহ পাক যেন এই সব ভাল কাজের পরিকল্পনা গুলো ব্যস্তবায়নের তাওফিক দান করেন। নিরাপদ যাত্রার জন্যে তিনি সবার কাছে দোয়া রইলো প্রার্থী।