কালীগঞ্জে মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), ইসলামী ছাত্রসেনা ও কালীগঞ্জ ধর্মপ্রাণ মুসলমান এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ থেকে আসা শত শত নবী প্রেমিক স্থাণীয় সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত হয়। পরে বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্সে প্রতিবাদ সভায় মিলিত হয়।
কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, উত্তর সোম বায়তুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. নুর উদ্দিন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের প্রভাষক মো. ফখরুল ইসলাম, উত্তর সোম বায়তুন নুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা আহবায়ক মো. শাকিল হোসেন দরাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম, মিনহাজ ইসলাম, সোমবাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আল-মামুন, ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি ফজলে রাব্বী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ভারতে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করেই যাচ্ছে। এদের মতো দুঃসাহস মানব ইতিহাসে আগে কেউ কখনো দেখায় নি। মহানবী হযরত মোহাম্মদ (সা.) আমাদের আদর্শ। সেই রাসুলকে অবমাননা করা হয়েছে। এটা মুসলমান হয়ে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। মহানবী (সা:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রোকন, মো. সাব্বির হোসেন, মো. এনায়েত হোসেন, মারুফ হোসেন, মো. তনয় সহ উপজেলার বিভিন্ন এলাকার শত শত মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন