পলাশে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পলাশ প্রতিনিধি, নরসিংদী : শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবানিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ্ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ৪২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করবে। তাছাড়া দূর্গাপূজাকে উৎসব মুখর পরিবেশে উদযাপন করার জন্য সকল পদক্ষেপ আমাদের উপজেলা প্রশাসনের পক্ষে নেওয়া হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ,এইচ, এম ফখরুল হোসাইন, পলাশ থানা ইনচার্জ মো শহিদুল ইসলাম, পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত চন্দ্র দাস, সাধারন সম্পাদক সুব্রত চন্দ্র দত্ত ও ঘোড়াশাল পৌরসভা কমিটির সাধারন সম্পাদক বিজয় বনিক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আলম মোল্লাসহ, জামাত, হেফাজত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন