কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের উদ্যোগে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের দপ্তর সম্পাদক মুঃ সোহরাব আলী সরকার,
৭ই আগস্ট বৃহস্পতিবার কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে, শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন অত্র ফোরামে সদস্য মোঃ হাফিজ উল্লাহ।
কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মফিজুর রহমান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ মহসিন কাজী, ফার্মেসী বিভাগ, কিং সাউথ বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সৌদি আরব। বিশেষ অতিথি মোঃ মোখলেছুর রহমান, অধ্যাপক, ইসলামিক শিক্ষা বিভাগ, পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয়, মোঃ মাহমুদুল হাসান, সহকারি অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি কালিগঞ্জ শ্রমীক কলেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের আজীবন সদস্য মুহাম্মদ মহসিন, মোঃজাকারিয়া আকন্দ, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম,মোঃ লুৎফর রহমান রিপন,প্রতিষ্ঠাতা সদস্য আরিফ আমান ভূইয়া, হাফিজ উল্লাহ, আমিরুল ইসলাম, মাহমুদা বেগম,নুসরাত জাহান নীলিমা।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড,এই প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। ব্যবসায়ী সমাজ শুধু ব্যবসা নয়, সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আজকের এই সংবর্ধনা তার উজ্জ্বল উদাহরণ।
পরিশেষে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের মোনাজাত করে
মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন