ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানে কালীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের প্রশাসনের সংবর্ধনা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২২ ও ২০২৩ইং সালে এসএসসি ও এইচএসসি, কারিগরী ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছেন উপজেলা ও জেলা শিক্ষা অফিস। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি এর আওতায় উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা শিক্ষা অফিস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার। মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম রসুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, সাংবাদিকসহ প্রমুখ। পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সকল অতিথিদের রজনী গন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
আপনার মতামত লিখুন