বিশ্ব শিক্ষক দিবস পালিত
ইসলামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মোঃ হোসেন শাহ ফকির জামালপুর প্রতিনিধি :
আজ শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষ্যে জামালপুরের ইসলামপুর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাঈদ ইব্রাহিম। এ সময় আরো বক্তব্য রাখেন গুঠাইল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল গফুর,কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শাহাবুদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান, দক্ষিণ চিনাডুলি মাদ্রাসার সুপার হরযত মাওলানা মোহাম্মদ ওসমান গনি,বীর মাইজবাড়ি বালিকা দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা আব্দুল হালিম, পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোতালেব, কুমিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, চিনাড়ুলি এস এন সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুলকান্দি এ বি এম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম।
আপনার মতামত লিখুন