নুতন UNO তনিমা আফ্রাদের কালীগঞ্জে যোগদান,
নুতন UNO তনিমা আফ্রাদের কালীগঞ্জে যোগদান
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জের নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন তনিমা আফ্রাদ। তিনি রোববার (১০ নভেম্বর) কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন।
গত (২৭ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে তনিমা আফ্রাদকে (১৮০৯৪) কালীগঞ্জে পদায়ন করা হয়। বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা তনিমা আফ্রাদ ২০২৩ সালের ২৮ জুলাই থেকে সর্বশেষ সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
গত ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারে ২০১৭ সালের ২ এপ্রিল সরকারী চাকরিতে যোগদান করেন। তাঁর নিজ জেলা নরসিংদী।
উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (UNO) এস. এম.ইমাম রাজী টুলুকে অতিরিক্ত জেলা প্রশাসক (ADC) হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তনিমা আফ্রাদ উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে এস.এম ইমাম রাজী টুলুর স্থলাভিষিক্ত হয়েছেন।
আপনার মতামত লিখুন