রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটি সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ থেকে :

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটি সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটির সুনামগঞ্জ সদর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় সদর উপজেলা কমিটির আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটির সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র দাসের সভাপতিত্বে ও শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সাধারন সম্পাদক প্রেমধন সরকার পলাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি পরিমল কান্তি দে।

সভায় প্রধান বক্তা ছিলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ও শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাস,হাওর বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি ও বিশিষ্ঠ লেখক সুখেন্দু সেন,শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর নির্বাহী সদস্য রবীন্দ্র কুমার দে,উপদেষ্ঠা অরুণ কুমার দে,শ্রী শ্রী শশ্মান কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সুধাংমু কুমার গাঙ্গুলী, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সহ সভাপতি স্মৃতি রতœ দাস, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সহ সভাপতি ঝন্টু ভূষন সরকার,সহ সভাপতি অনিমেষ পাল ভানু,সাধারন সম্পাদক অদ্বৈত্য রায়,মঞ্জু তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক রঞ্জন তালুকদার প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেছেন, এই জেলার তাহিরপুর উপজেলায় শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভূর জন্মধাম । এখানে প্রতিবছর দেশের বিভিন্ন জেলা হতে লক্ষ লক্ষ পূর্ণার্থীরা এই অদ্বৈত্য মহাপ্রভূর জন্মধাম পূনাতীর্থে এসে এই যাদুকাটা নদীতে পূণ্য লাভের আশায়, পাপ মোচনের জন্য গঙ্গাস্নান করেন। এই মহাপ্রভুর মন্দিরে প্রতিবছর লাখো মানুষের আগমন ঘটলেও এক সময় সড়ক যোগযোগ ব্যবস্থা নেই বললেই ছিল,বাথরুমের সমস্যা ছিল,মায়েদের বসার জায়গার সংকূলান করতে সমস্যা ছিল । মন্দিরে বসার তেমন একটা ভাল স্থান ছিল না কিন্ত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার,সুনামগঞ্জ-১ আসনের স্থানীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের ঐকান্তিক প্রচেষ্টায় আজ শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভূর জন্মধাম লাউড়েরগড়ে সড়ক পথে যেতে বেশী সময় লাগে না এবং অবস্থানকালে পূর্ণার্থীদের সকল সুযোগ সুবিধা তৈরী করা হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় গত কয়েকবছর ধরে দেশবিদেশের লাখো লাখো পূন্যার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে অদ্বৈত্য মহাপ্রভূর মন্দির এলাকা। তারা আরো বলেন,কমিটির পদপদবী ব্যবহার করে ঘরে বসে থাকলেই হবে না এই কমিটির আমাদের হাওরের জনপদের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ইতিহাস ও ঐহিত্যকে আগামীতে আরো সম্প্রসারিত করতে প্রতিটি সদস্যকে নিরলসভাবে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান।

আপনার মতামত দিন

Posted ৭:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com