শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

মান্দায় এতিমখানার ১৮৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মান্দা উপজেলা প্রতিনিধি:

মান্দায় এতিমখানার ১৮৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মান্দা উপজেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পাঁজরভাঙ্গা হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার জমি থেকে ১৮৭ টি ইউক্যালিপটাশ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ এপ্রিল ) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের বড় চকচম্পক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কে বা কারা এ গাছ কেটেছে তা জানা যায়নি।

এ ঘটনায় ভুক্তভোগী, উক্ত প্রতিষ্ঠানের সহ-সভাপতি মুহাম্মদ আফজাল হোসেন মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁজরভাঙ্গা হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার নামে কাশোঁপাড়ায় ইউনিয়নের অন্তর্গত বড় চকচম্পক মৌজায় ১৩ শতাংশ জমি রয়েছে। বর্তমানে ওই সম্পত্তিতে প্রতিষ্ঠানের সহ-সভাপতি মুহাম্মদ আফজাল হোসেন অবকাঠাগত উন্নতির লক্ষ্যে ইউক্যালিপটাশ গাছের চারা রোপন ও পরিচর্যা করে আসছিলেন। এমতাবস্থায় শুক্রবার (২৬ এপ্রিল) রাত অনুমান ৯ টার পর হতে শনিবার (২৭ এপ্রিল) সকাল ৬ টার মধ্যে কে বা কারা জমির বাগান থেকে ১৮৭ টি ইউক্যালিপটাশ গাছের চারা কেটে ফেলে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।

এলাকায় স্থানীয় বাসিন্দা মোঃ বিদ্দু ও খালেক বলেন, এটা খুবই দুঃখজনক। গাছের সঙ্গে আবার কীসের শত্রুতা। আমরাও চাই দোষীদের সাজা হোক। যাতে তারা অন্য কারো ক্ষতি করতে না পারে।

কাশোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল সালাম বলেন, ঘটনাটির বিষয়ে আমি এখনও জানতে পারেনি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে সমাধান করার চেষ্টা করব।

এ বিষয়ে মান্দা থানার ওসি মোজাম্মেল হক গাজী বলেন, এতিমখানার গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com