শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনায় ৮ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বিআইএম ভবনে“ কিশোর কন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এই স্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া মাসিক কিশোর কন্ঠ পত্রিকার অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় খুলনা মহানগরী থেকে প্রায় ১ হাজার ৫শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে।অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ১২ জনকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর কিশোর কন্ঠ ফাউন্ডেশনের আহ্বায়ক আরাফাত হোসেন মিলন, সদস্য সচিব এস এম নুরুল্লাহ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তৈয়েবুর ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পরিবারের সদস্য, আদনান যুবরাজ, সুলাইমান আবিদ প্রমুখ।