ভারত থেকে সংবাদ কর্মী মনোয়ার হোসেন::-
এখন পর্যন্ত অতিবৃষ্টির কারণে কলকাতার বহু যায়গায় জল দাড়িয়ে আছে। শত পাম্প চালিয়ে জল বার করতে হিমশিম খাচ্ছেন কলকাতা পৌরসভার ইন্জিনিয়ারিং বিভাগ এর কর্মীরা। এমন অবস্থা দেখঅধিকারইকাতার পৌরসভার চেয়ারম্যান ও পশ্চিম বঙ্গ সরকার এর পরিবহন মন্ত্রী জনাব ফিরাদ ববি হাকিম নবান্ন একটি জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন। সেখানে রাজ্যে সরকারের সেচ প্রকল্প দপ্তর এর সচিব ও পশ্চিম বঙ্গ সরকার এর মুখ্য সচিব সহ পৌরসভার ইন্জিনিয়ারিং বিভাগ অধিকারই ও সেচ বিভাগ অধিকারই নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে কলকাতার পৌরসভার ও আশপাশের খাল শঙ্কার না হওয়ার কারণে কলকাতার শহরে জল জমে পড়ছে। যে সব খাল কলকাতার পৌরসভার ও তার আশেপাশে তার নিকাশি ব্যাবস্থা করা হয়নি। তার জন্য এই খালগুলো দায়ী। কলকাতার পৌরসভার চেয়ারম্যান ফিরাদ ববি হাকিম নবান্ন বলেন। যদি খালগুলো নিকাশি ব্যাবস্থা করা হত তাহলে কলকাতার বুকে এত জল জমে থাকতো না। এর জন্য রাজ্যে সেচ দপ্তর দায়ী। তিনি বলেন যে সব খাল শহর থেকে আদি গঙ্গায় মিশেছে, তার শস্কার করা জরুরি। নতুবা জল জমে কলকাতা শহর ভাসতে থাকবে
Posted ১২:০১ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুন ২০২১