আর জে মিজানুর রহমান, ময়মনসিং থেকে :
আর.জে মিজানুর রহমান ইমনঃ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় দুই পথচারী নিহত । (৭ই-জনু সোমবার) ভোর সাড়ে ৬টার দিকে গফরগাঁও হোসেনপুর সড়কে খুরশীদমহল ব্রীজের উপর এই দূর্ঘটনা ঘটেছে । নিহতরা হলেন উপজেলার খুরশিদমহল গ্রামের নূর হোসেনের ছেলে মাসুস (২০) ও শহীদের ছেলে মানিক (৩০)
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোরবেলায় কৃষক মাসুম ও মানিক পায়ে হেটে ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে খুরশীদমহল গ্রামের চরাঞ্চলে তাদের ফসলের মাঠে কাজ করতে যাচ্ছিলেন । এ সময় খুরশীদ মহল ব্রীজের উপরে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহি ড্রাম ট্রাক পথচারী এই দুই কৃষককে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই এই দুই কৃষক প্রাণ হারায় । প্রত্যক্ষদর্শীরা আরো জানায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকটি রং সাইডে গিয়ে এই দুই কৃষককে চাপা দেয় । এবং ঘটনাস্থলে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায় ।
Posted ১০:১১ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১