নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-মাওয়া মহাসড়ক চুনকুটিয়ায় পিকআপ-এর ধাক্কায় সিএনজি আরোহী যাত্রীসহ ড্রাইভার আহত
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া মহাসড়কের চুনকুটিয়া আর্মি ক্যাম্পের সাথে সবুজছায়া বিল্ডিং এর কাছে আজ বৃহস্পতিবার ৩/৬/২১ ইং তারিখ পিকআপের ধাক্কায় ১টি সিএনজি এক্সিডেন্ট হয়। ড্রাইভার সামান্য আহত হলেও সিএনজিতে থাকা যাত্রী গুরুতর আহত হয়েছে।
এ ব্যাপারে সিএনজি ড্রাইভার এর সাথে কথা বললে তিনি বলেন, আমি মোঃ ইসলাম, পিতা- আমচাঁন, দক্ষিণ কেরানীগঞ্জ স্টান বাজার থেকে অসুস্থ রোগী এবং আমাদের গ্রামের যাত্রী সেলিম, পিতা-হালাইন্না কে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় আমার সিএনজি গাড়ি ঢাকা-থ জিলা ১১-২২৮২ পেছন থেকে আসা পিকআপের ধাক্কায় এক্সিডেন্ট হয়।
আহত রোগীর কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আহত রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ড্রাইভার আরো বলেন, আমিও আহত হয়েছি। আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। সিএনজি এবং পিকআপ ভ্যানটি আর্মি ক্যাম্পে রয়েছে।
কোনও মারামারি কিংবা দুর্ঘটনা হয়েছে কিনা এ ব্যাপারে ড্রাইভারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
Posted ১১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১