রাজু আহমেদ রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সোমবার (৩১ মে) দুপুর ১২টায় জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ যুক্ত ছিলেন। সভায় বক্তাগণ তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে অনুষ্ঠানে মুজিব শতবর্ষে সকলে মিলে ধূমপান ও তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনাসহ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু। রাজবাড়ী জেলাকে ধূমপান ও তামাকমুক্ত করতে অনুষ্ঠানে উপস্থিত সবাই একযোগে কাজ করার ব্যাপারে একাত্মতা প্রকাশ করেন।
Posted ৯:১৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১