শাহাদত হোসেন (টুটুল) : সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ প্রতিনিধি, শাহাদাত হোসাইন টুটুল :
নেত্রকোনা ও সিলেট জেলার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ নৌকা ও হোমিওপ্যাথিক মেডিসিন বিতরন।
নূর-সাথী হোমিওহল, সিরাজগঞ্জ থেকে আমরা এসেছিলাম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ২ নং বড়তুলি বানিহারী ইউনিয়ন ও সিলেট জেলার সুনামগঞ্জের নদীঘেসা একটি গ্রামে।
আমদের আইটেম ছিলো ১০০ প্যাকেট শুকনো খাবার ১০০বোতল ২.২৫লিটারের পানি ২টি নৌকা ও নূর-সাথীহোমিওহল পক্ষে থেকে ১০০০পরিবারের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন। সাথে বাংলাদেশ সেনাবাহিনী হতে উপহার পেয়েছিলাম দেবার জন্য ৪০০বোতল ১লিটারের পানি ৩০০প্যাকেট শুকনো খাবার ও আত তাক্বওয়া বিদ্যার্থী কল্যাণ ফাউন্ডেশন ১০০ প্যাকেট শুকনো খাবার। এই মোট ৫০০প্যাকেট শুকনো খাবার, ৫০০বতোল পানি ২টি নৌকা ও ১০০০পরিবারের হোমিওপ্যাথিক মেডিসিন আয়োজনে ভিলেজ ভিশন বাংলাদেশ পাবনা ও সিরাজগঞ্জ। অর্থায়নে দেশী ও প্রবাসী ফেসবুক বন্ধু ও বিভিন্ন প্রতিষ্ঠান। সাথে ছিলো মোহনগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও বড়তুলি বানিহারী ইউনিয়নের চেয়ারম্যান সেচ্চা সেবক জুবায়ের, সিয়াম, শরিফুল ইসলাম, কনোক, আব্দুল্লা আল মামুন, শরীফ খন্দকার ও ডা.মো.রাজু আহমেদ রুবেল প্রমুখ
তারিখ ২৭/০৬/২০২২
Posted ১০:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুন ২০২২