নূরে আলম জিকু, টংগী মহানগর থেকে:
নূরে আলম জিকু, কাশিমপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগর কাশিমপুর থানা ৫ নং ওয়ার্ড বাগবাড়ি বারেক মাষ্টার ভাড়া বাড়িতে তিন সন্তান নিয়ে ভাড়া থাকতেন ও গার্মেন্টসে চাকুরী করেতন বাদীর স্ত্রী নিলুফা গত ২৬ /০৫/ ২০২২ তারিখে সকালে নিজ কর্মস্থলে চলে যান নিলুফা। ১১:২০ মিনিট সময় নিলুফার বড় ছেলে নিলাফ (১৪) বাদীর ছোট ছেলে সায়ন (২) কে পাওয়া যাচ্ছে না। জানাগেছে বাদি তার বড় ছেলে ছোট ছেলে সায়মনকে নিয়ে কাশিমপুর থানাধীন বাগবাড়ি বারেক মাষ্টার বাড়ির ছাদে খেলা করেন, এক সময় ছোট ছেলে (২) ছাদ থেকে নিচে নেমে আসেন, অনেক খোজা খুজি করেন না পেয়ে কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, সাধারণ ডায়েরী নং ১১/৮১/ ২৬/০৫/২০২২ ইং তারিখ। বাদী জানতে পারেন এক ভিক্ষুক তাহার শিশু ছেলে সায়মনকে কৌশলে অপহরণ করে। গোপন সুত্রের বিত্তিতে ১৩/০৬/২০২২ ইং তারিখে আনুমানিক রাত ১:৪৫ মিনিট সময় বগুরা জেলা শেরপুর থানাধীন বাগড়া বস্তুি থেকে অপহরণ সায়মনকে (২ ) উদ্ধার করেন কাশিমপুর থানা পুলিশ, এসময় বিউটি( ৩০)সহযোগী হালিমা (১০)ফাতেমা (০৮)তিন জনকে গ্রেফতার করেন। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা সংবাদ কর্মীদের জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ২০০০ সালের ধারা ৭/৩০ দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুন ২০২২