নূরে আলম জিকু, টংগী মহানগর থেকে:
মোঃ নূরে আলম জিকু : বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
বিরোধী দল বিএনপির অনেক নেতাকর্মীকেই মাঠের আন্দোলনে খুব একটা সক্রিয় দেখা না গেলেও বিভিন্ন ইস্যুতেই তাকে মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যপক উপস্থিতির কারণে বিএনপির অপেক্ষাকৃত তরুণ ও নবীন অংশের মধ্যে তার বেশ একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, ইশরাক হোসেনের বিরুদ্ধে ২০২০ সালের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন কয়েক বছর আগে বিএনপির রাজনীতিতে এসে বেশ আলোচিত হন।
তিনি সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
Posted ৭:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২