সারোয়ার জাহান বিপ্লব, বিশেষ প্রতিনিধি রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান । তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাশেদুল হাসান টুলু কে ২১৭২ ভোটে পরাজিত করে এ জয় লাভ করেন।
উক্ত নির্বাচনে ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীক নিয়ে মোট ৩৭১৯ ভোটে জয়লাভ করেন রাসেল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেএম রাশেদুল হাসান টুলু ‘ঠেলাগাড়ি’ প্রতীকে পেয়েছেন মোট ১৫৪৭ ভোট।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।ভোটযুদ্ধে নগরীর ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পাঁচজন কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীক, একেএম রাশেদুল হাসান টুলু ‘ঠেলাগাড়ি’, শামিমুর রহমান ওরফে রিডার ‘রেডিও’, সোয়েব হাসান বাবু ‘ঘুড়ি’ ও সাইফুল্লাহ শান্ত ‘করাত’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাসিকের ৯ নং ওয়ার্ড উপনির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলঃ
দরগাপাড়া কেন্দ্রে টিফিন ক্যারিয়ার প্রতীকে রাসেল পেয়েছে ১০১০ ভোট, ঠেলাগাড়ি- ৮৩ ভোট, রেডিও- ২১২ ভোট, করাত- ০৭, ঘুড়ি-১১।
পাঠানপাড়া কেন্দ্রে টিফিন ক্যারিয়ার- ১১৯৭ ভোট, ঠেলাগাড়ি- ৫১৯,বরেডিও- ২৭৬, করাত- ২৩, ঘুড়ি- ০৮।
হোসেনিগঞ্জ কেন্দ্রে টিফিন ক্যারিয়ার- ৯৪৯, ঠেলাগাড়ি- ৮০৯, রেডিও- ১৬৬, করাত- ১১, ঘুড়ি- ০৬।
শেকপাড়া কেন্দ্রে টিফিন ক্যারিয়ার- ৫৬৩, ঠেলাগাড়ি- ১৪২, রেডিও- ১৭৭,, করাত- ০৬, ঘুড়ি- ১১।
টিফিন ক্যারিয়ার মোট পেয়েছে ৩৭১৯ ভোট, ঠেলাগাড়ি মোট পেয়েছে-১৫৪৭ ভোট, রেড়িও পেয়েছে ৮৩১ ভোট, করাত পেয়েছে ৪৭ ভোট, ঘুড়ি পেয়েছে ৩৬ ভোট।
Posted ৬:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১