শাহাদত হোসেন (টুটুল) সিরাজগঞ্জ প্রতিনিধি ::-
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল থেকে ৬ হাজার ২শ কেজি ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনা হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৯ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের পেছনে হাসানপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। দন্ডপ্রাপ্ত হাবিবুর রহমান হাসানপুর গ্রামের মোকজেল বেপারীর ছেলে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমান নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ভিজিএফের জন্য বিতরণকৃত ৬ হাজার ২’শ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় হাবিবুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি উপকারভোগীদের কাছ থেকে চাল কিনেছেন বলে স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তারিখ:২০/০৭/২০২১
Posted ১২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১