সারোয়ার জাহান বিল্পব : রাজশাহী থেকে
মোঃ সারোয়ার হোসেনস্বাধীন
ভ্রাম্যমাণ প্রতিনিধি : অদ্য ১৬ জুলাই বাংলাদের ব্লাড ডোনার্স ক্লাব (BBDC) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত , ২০২০ সালের এই দিনে BBDC প্রথম কার্যক্রম এর যাত্রা শুরু হয়। বাংলাদেশর বিভিন্ন বিভাগ ও জেলায় আজকে নানা আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে সফলতার প্রথম বছর। মানবতার সেবায় শপথ নিন মূমুর্ষ রোগীকে রক্ত দিন এই স্লোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদের ব্লাড ডোনার্স ক্লাব (BBDC)।
BBDC পরিচালক এস এম হায়দার আলী বলেন বর্তমানে বাংলাদেশের ৩৭ টি জেলায় আমাদের কার্যক্রম চলমান, ৩৭ টি জেলায় বর্তমানে ১৯০০০ হাজারের মতো সদস্য ও প্রায় ৩০০ মতো লিডারর্স প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
১ বছরে প্রায় ৮০০০ ব্যাগ ব্লাড দিতে সক্ষম হয়েছি সকল সদস্য ও লিডারর্সদের সহযোগিতায়। বাংলাদেশের সকল মানুষের রক্তের চাহিদা ও অসহায় মানুষদের পাশে সহযোগিতার জন্য সব সময় পাশে থাকবেন (BBDC)।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুলাই ২০২১