মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদাহ
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহঃ প্রয়োজন ছাড়া প্লিজ কেউ ঘরের বাহিরে বের হবেন না,ঘরে থাকুন,সুস্থ থাকুন-নিজে বাঁচুন- অন্যকে বাঁচান।স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত মাস্ক পরবেন।
স্বাস্থ্য সুরক্ষার জন্য দোড়া ইউনিয়নবাসীর এমনটিই নির্দেশনা দিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়নের কৃতি সন্তান,সাবেক জেলা পরিষদের সদস্য,সমাজসেবক শামীম আরা হ্যাপী।তিনি বলেন,করোনা মারাত্বক আকারে রুপ ধারন করেছে,করোনার এই ভয়াবহতার কারনে সরকারের যে কঠোর লকডাউন,আমরা সবাই তা মেনে চলবো।
করোনার এই ভয়াবহতায় গরিব-কর্মহীন মানুষের পাশে সরকার সব সময়ই আছে।তিনি আরো বলেন,সমাজের যারা বিত্তবান,ধনী ব্যাক্তি তাদেরও এই করোনাকালে গরীব-কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে।
Posted ২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুলাই ২০২১