মোঃ হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি \ মহামারী করোনা ভাইরাসের ২য় ধাপ প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কর্মহীন হয়ে পড়া ৮৪৫টি পরিবারের মাঝে ইসলামপুরে ব্যুরো বাংলাদেশ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয় মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ বাস্তবায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, চিনাডুলী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, ব্যুরো বাংলাদেশ প্রধান কার্যালয়ের সন্বয়কারী-কর্মসূচী খ. মুখলেছুর রহমান, টাঙ্গাইল বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক হারুন অর রশিদ প্রমুখ।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১