মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া:
ওয়ার্ডভিত্তিক করোনা প্রতিরোধ কমিটির কার্যক্রম অধিক জোরদারকরণের জন্য আজ ভেড়ামারা উপজেলার ধরমপুর ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ওয়ার্ড কমিটির সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে জরুরী সভা করা হয়।
উক্ত সভায় উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউ পি চেয়ারম্যান মহোদয়, পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাছাড়া, উপজেলার ভেড়ামারা বাজার, ধরমপুর, সাতবাড়ীয়া, ঘোড়েশাহের মাজার, ঢাকা কোচ স্ট্যান্ড, পূর্ব নওদাপাড়া, চন্ডিপুর, বাড়াদী বাজার ও চাঁদগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৪ টি মামলায় ৪ জনকে মোট ২,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় জানতে চাইলে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব দীনেশ সরকার বলেন জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।তিনি লকডানে ঘরে থাকার জন্য হ্যান্ডমাইকে সকলকে সচেতন করেন।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১