সোহাগ হোসেন জামালপুর জেলা প্রতিনিধি::-
জামালপুরের মাদারগঞ্জে চলমান বিধিবিষেধ বাস্তবায়নে তিব্র তাবদাহ উপেক্ষা করে প্রশাসনকে টহল দিতে দেখা গেছে। শনিবার ( ১০ জুলাই ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল ও জেলা পুলিশের এএসপি ( মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার এর যৌথ উদ্যোগে পুলিশ ও সেনাবিভাগ কে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন বাজার,মোড় ও ঝুঁকিপূর্ণ পয়েন্ট টহল ও অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরা ও অহেতুক বাজারে ঘুরাঘুরি করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে জরিমানা করা হয়। সেই সাথে মাস্কহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণসহ জনসচেতনতামুলক বানী প্রচার করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইলিশায় রিছিল বলেন, চলমান বিষিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এসময় মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক জিন্নত আলী জিন্নাহ উপস্থিত ছিলেন।
Posted ৭:১৭ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১