উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:
চোরের সাত দিন গৃহস্থের এক দিন।
নড়াইলের কালিয়া বাজারে চুরি করতে এসে চুরি যাওয়া মাল সহ হাতেনাতে ধরা খেলো চোর।
দীর্ঘদিন যাবত কালিয়া বাজারে বিভিন্ন দোকানে চুরি হচ্ছিল পাহারাদার বুঝতে পারছিল না কি হচ্ছে। এরপর শুরু হলো ভোর রাত বা সকালের দিকে পাহারা জোর দার করা কাজ ও হয়ে গেলো ৯ জুলাই ফজরের নামাজের পরে চোর নিজের ভ্যানে মালামাল তুলে বীর দর্পে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা খেল
বাজার কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ হাতে। তিনি বলেন, আমাদের বাজার থেকে অনেক মাল জিনিস খোয়া গেছে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে তাদের মাধ্যমে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো।
চোরের বাড়ি কালিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সিতারামপুর গ্রামে।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১