লেখক: সজল কুমার নাথ ।
কয়দিন হইতে,গগন জুড়ে
ভাসা-মেঘ গুলি কেমন জানি হাসছে,
দিন যায় শিশির ভেজাই
ভোরের আলো ছড়িয়ে দিলে।
কয়দিন থেকে চোখের ঘুম
ভাসমান পথিকের মত অনর্গল শুধু দেখছে,
কাশবনের শাখায় শাখায়
মনের রং মিশিয়ে পাখিরা বাসা বুনছে।
শুধু তুমি আসবে বলেই
কয়দিন যাবত মন কেমন জানি আনছান করছে
শুধু তুমি আসবে বলে
বাড়ির ছাদে টপ ভরা ফুল ফুটছে।
আজ বিকেলের প্রান্ত রৌদে
সূয্য কেমন যানি কিছু বলছে,
কালো মেঘে বৃষ্টি ঝড়জল
মন তোমার কথাই শুধু বলছে।।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১