মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে লকডাউন বাস্তবায়নে ইউএনও ইকতেখারুল ইসলাম, এসিল্যান্ড মনজুরুল আলম, ওসি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এক হাজার সদস্য মাঠে কাজ করছেন।
সদস্যদের মধ্যে সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিবি, গ্রাম পুলিশ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, রোভার, স্কাউট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ রয়েছেন। সদস্যরা নব্বই টিমে ভাগ হয়ে দিন-রাত গ্রাম ও শহরে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ পালন করে যাচ্ছেন। তাদের কর্মতৎপরতায় সমগ্র উপজেলার দোকান-শপিংমল, জানবাহন এবং মানুষ চলাচল প্রায় বন্ধ রয়েছে। বিশেষ প্রয়োজনে মানুষ মাস্ক ছারা বাড়ীর বাহিরে কম বের হচ্ছে । নির্দিষ্ট সময়ের মধ্যে কাঁচা বাজার এবং ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে লকডাউনের তৃতীয় দিন শনিবার ভ্রাম্যমান আদালত ১৫ জনকে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে হাজার সদস্য নিয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে। করোনা মহামারি নিয়ন্ত্রন রাখতে সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
Posted ৮:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১