মাহামুদুল হাসান মাদারীপুর জেলা প্রতিনিধি :-
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জালাখার বাড়ি রাস্তা বেহাল দশা দেখার মত কেউ নাই।
স্থানীয় সূত্রে জানা গেছে যে
সাবেক চেয়ারম্যান মোঃ দাদন কান্তা বাড়ি হতে জালাখার বাড়ি জামে মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা অনেক জায়গায় ভাঙ্গাচুরা। অত ইউনিয়নের বাজার হলো কালীবাড়ি সেখান থেকে বাজার করে কোন ভ্যানগাড়ি আসতে চায়না। এর কারণ হলো একটাই জালাখার বাড়ি রাস্তা ভাঙ্গা চুড়া তার জন্য তারা আসতে চায় না। আবার অনেক ক্ষেত্রে কোন রোগী যদি ডাক্তার কাছে নেওয়া লাগে তখনও গাড়ি আসছে না। কিছুদিন আগে আমার নিজের চাচাতো ভাই গাড়ি এক্সিডেন্ট করে খালের ভিতরে চলে গেছে সে শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাই তারা সাংবাদিক মাহমুদুল হাসান রনি এর মাধ্যমে অভিযোগ করছে যে তাদের এই রাস্তা জানি অতি তাড়াতাড়ি সংস্কারকাজ ধরে।
মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা
১/০৭/২০২১
০১৭২৩৪৯২১০৮
Posted ৪:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১