শমিত জামান, সাংবাদিক ও কলামিষ্ট :
চলে গেলেন গাইবান্ধা জেলার একমাত্র বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযাদ্ধা।
বীরউত্তম বদিউল আলম মুক্তিযুদ্ধের সময় যে ৮ জন সাবমেরিনার জীবনের ঝুঁকি নিয়ে সুদূর ফ্রান্স থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন,গঠন করেছিলেন নৌ-কমাণ্ডো,সেই আটজনের একজন হলেন এই বীরউত্তম বদিউল আলম।ইনি সেই অপারেশন জ্যাকপটের অন্যতম ভয়ংকর সদস্য। যিনি পাকিস্তানী বাহিনীর কাছে হয়ে উঠেছিলেন এক মূর্তিমান আতঙ্ক,যার মৃত্যু পরোয়ানা জারি করেছিলো তৎকালীন পাকিস্তানী সরকার।গত ২৮\০৬\২০২১ তারিখ দুপুর ১টা ২০ মিনিটে তার ঢাকাস্থ বাসভবন থেকে হাসপাতাল যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের এই সূর্য সন্তান।
গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের ক্ষণজন্মা এই বীরসেনানীকে আল্লাহ্পাক যেন জান্নাতবাসী করেন।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১