নরসিংদী থেকে সংবাদ কর্মী হাজী জাহিদ::-
নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়নের ছোট লক্ষীপুর কালিমন্দীরে নিরঞ্জন শীল ৬৫ নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়। বেধড়ক মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জানা যায়, আজ২৫ জুন বিকেল ৩ টায় জিনারদী কালীমন্দির ও নিরঞ্জন শীলের সীমানা সংলগ্ন একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে, মন্দির কমিটির সুদীপ ব্যানার্জী টটু(৪৫)পিতা নারায়ন ব্যানার্জী,আশীষ ব্যানার্জী(৪২)নারায়ণ চক্রবর্তী ও মানিক দাস(৪৬)পিতা নান্টু দাসের সাথে প্রথমে ঝগড়া হয়।
এলাকা বাসী ঘটনার সাথে জড়িত সুদীপ ব্যানার্জী টটুকে আটক করে পুলিশে দেয়।
অন্যরা পলাতক।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দীন জানিয়েছেন, এব্যাপারে মামলা দায়েরের পক্রিয়া চলছে।
Posted ৮:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুন ২০২১