খুঁজুন
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে লক্ষ টাকার হেরোইন সহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩, ২:২৭ অপরাহ্ণ
মধুপুরে লক্ষ টাকার হেরোইন সহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
Spread the love

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার সহ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। থানা সুত্রে জানা যায় মধুপুর থানাধীন বেকারকোনা গ্রামের বেকারকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে মাদক অভিযান পরিচালনা করে থানা পুলিশ শুক্রবার বিকেলে লাউফুলা গ্রামের মৃত আঃ জলিলের ছেলে সেলিম মিয়া (৪০) বাদে গাঙ্গাইর গ্রামের আঃ হাকিমের ছেলে মো. এনামুল হক (৩৩) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের নিকট হতে দশ গ্রাম হেরোইন উদ্ধার করে যার মূল্য এক লক্ষ টাকা।
এ সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু সহ আসামীদ্বয়কে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মু, সোহরাব হোসেন সরকার, কালিগঞ্জ, গাজিপুর :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ণ
কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Spread the love

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নুরী তাসমিন উর্মি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর এ-এলাহী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্কুল ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভ‚মি) নুরী তাসমিন উর্মি প্রজেক্টরের মাধ্যমে তামাকের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া, তামাক সেবীদের নিরুৎসাহিত করা, তামাকজনিত মৃত্যু ও মানুষের অসুস্থতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতাসহ বিভিন্ন দিক নির্দেশনাসহ আইন সংক্রান্ত বিধি উপস্থাপন করেন। অনুষ্ঠানে জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল কর্তৃক দেয়া তথ্যের বরাদ দিয়ে তিনি আরোও বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের লক্ষ্যে সব পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহনে ধুমপান না করা,বিক্রয় স্থলে তামাকজাত দ্রব্য বা প্যাকেট প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।

রূপসায় শিবির নেতা সাইফুল্লাহ”র মায়ের দাফন সম্পন্ন

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৬ পূর্বাহ্ণ
রূপসায় শিবির নেতা সাইফুল্লাহ”র মায়ের দাফন সম্পন্ন
Spread the love

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তরের সাবেক অফিস সম্পাদক ও রূপসা উপজেলা পূর্ব সাথী শাখার সাবেক সভাপতি মোঃ সাইফুল্লাহ সিদ্দিকীর মাতা ও জামায়াতে ইসলামী রূপসা উপজেলা (পূর্ব) শাখার সাবেক আমীর বর্তমান রূপসা উপজেলা নায়েবে আমীর মাস্টার ফজলুল হকের স্ত্রী সকিনা বেগম( ৬৩) গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ০৯.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন- ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমা রূপসা উপজেলা মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে আসেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমরান হুসাইন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। মরহুমার নামাজের জানাজা গত ১৭ সেপ্টেম্বর বাদ যোহর তার নিজ গ্রাম নৈহাটি মাষ্টার পাড়া বায়তুল আমান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমার স্বামী মাষ্টার ফজলুল হক। জানাজার পূ্র্বে আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আউভি, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, খুলনা তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল এএফএম নাজমুস সউদ, বাগেরহাট আলিয়া মাদ্রাসার প্রিন্সপ্যাল মাওলানা আবুল কালাম শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, সাবেক সভাপতি মুসারেফ আনসারী, খুলনা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু ইউসুফ ফকির, সদস্য আবু জাফর, উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, শিবিরের রূপসা থানা পূর্ব শাখার সভাপতি মো: আল-আমিন, পশ্চিম শাখার সভাপতি মুরসালিন আকন, পূর্ব শাখার সেক্রেটারি আল মাুহদ প্রমূখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

পত্নীতলায় ১০০ ছাত্রী পেল বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ
পত্নীতলায় ১০০ ছাত্রী পেল বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ
Spread the love

মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বিভিন্ন স্কুলের মোট ১০০ ছাত্রীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পত্নীতলায় কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডিরিটি অর্থায়নে সোশ্যাল এইড এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। এ সময় উপস্থিত ছিলেন বেলজিয়ামের ইন্টোরিয়ন কান্ট্রি রিপ্রেজটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার, পরিচালক ইছহাক এমন সোহেল, পরামর্শক ও রানী এনজিও’এর প্রধান নির্বাহী ফজলুল হক খান, কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি ও সমাজসেবক মোশারফ হোসেন চেীধুরী, এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম প্রমূখ।

সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে আবেগ আপ্লূত হয়ে রিমা রানী নামে এক ছাত্রী বলে সে খুব খুশি , তার চোখে মুখে আনন্দের অনুভূতি দেখা গেছে। সে আরও বলে আগে ভ্যান বা ইজিবাইকে করে স্কুলে যেতে হত। অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য। অনেক সময় স্কুলে যেতে দেরি হয়ে যেত। অনেক সময় স্কুল গাবি হতো, এখন আমি সাইকেল পেয়েছি সাইকেলে যাতায়াত করব। আর স্কুল গাবি হবে না।