রবিবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মু, সোহরাব হোসেন সরকার, কালিগঞ্জ, গাজিপুর :

কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৃধবার দুপুরে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এর সভাপতিত্বে ও ডাঃ শাফিয়ে আলম তুলতুল এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-এ-এলাহী।

সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বাপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রধান, জুয়েনা আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রেজাউল করিম ভূইয়া, আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান, এনজিও প্রতিনিধি বাদল বেঞ্জামিন প্রমুখ।

সভায় অনুষ্ঠানের সভাপতি সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে ছিলাম, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ৫০ শয্যার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩শ শয্যায় উন্নীত করা। আমি সংসদে বলেছি। ডিজিটাল হেলথ কার্ড দ্রুত সময়ের মধ্যে প্রদানের প্রয়োজণীয় ব্যবস্থা নিতে বলেন। তিনি আরোও বলেন, কালীগঞ্জবাসী যেন হাসপাতালে এসে আরো ভালো চিকিৎসা নিতে পারে, সে ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো পর্যায়ক্রমে অগ্রাধীকার ভিত্তিতে দ্রুত সমাধান করা হবে।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজি টুলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সবুজ হাওলাদার ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের প্রধান সহকারী এটিএম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Posted ১০:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com