মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ব্যাংকার্স ক্লাব হাতীবান্ধা’র আত্মপ্রকাশ: সভাপতি আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক কিবরিয়া

সিরাজুল ইসলাম,লালমনিরহাট।

ব্যাংকার্স ক্লাব হাতীবান্ধা’র আত্মপ্রকাশ: সভাপতি আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক কিবরিয়া

আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকার্স ক্লাব, হাতীবান্ধা’র আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ (১৬জুন) রবিবার সকালে উপজেলার হাতীবান্ধার মেডিকেল মোড়ের এস. আর. কিচেনে আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকে কর্মরত হাতীবান্ধা উপজেলার ৪২ জন ব্যাংকার অংশগ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বিভিন্নজন বলেন, হাতীবান্ধার ব্যাংকারগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য, ব্যাংকারগণের বিপদে-আপদে পাশে থাকার জন্য, সমাজের কল্যাণে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা জন্য ‘ব্যাংকার্স ক্লাব, হাতীবান্ধা’ কাজ করে যাবে।

এছাড়াও অনুষ্ঠানে আরও বলেন, ব্যাংকিং পেশা সম্মানজনক পেশা। ব্যাংকারগণের মধ্যে পারস্পরিক বন্ধন, একতাবদ্ধতা থাকলে সমাজের কল্যাণে যে কোন কল্যাণমূলক কাজ করা এবং ব্যাংকারগণের বিপদে-আপদে পাশে থাকা সহজতর হবে।

আলোচনা শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: আরিফুজ্জামান তিতাস কে সভাপতি এবং সোনালী ব্যাংক পিএলসি, হাতীবান্ধা শাখার সিনিয়র অফিসার মো: এ. এম. গোলাম কিবরিয়া (মিনার) কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ জানান, শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এরপর কেক কেটে ব্যাংকার্স ক্লাব, হাতীবান্ধা’র আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মো: আরিফুজ্জামান তিতাস এবং সাধারণ সম্পাদক মো: এ. এম. গোলাম কিবরিয়া (মিনার) দুজনেই হাতীবান্ধা উপজেলার ব্যাংকারগণের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন।

আপনার মতামত দিন

Posted ৮:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুন ২০২৪

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com