মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নন্দীগ্রামে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

নন্দীগ্রাম প্রতিনিধি :

নন্দীগ্রামে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: উপজেলা পরিষদের নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে বর্জনের দাবিতে বগুড়ার নন্দীগ্রামে বিএনপি জনসাধারণ মাঝে লিফলেট বিতরণ করেছে। রবিবার (২ জুন) সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় নেতাকর্মীরা নন্দীগ্রাম পৌর এলাকায় ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ,পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর যুবদল নেতা শাহীন,উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ শাকিল, পৌর ছাত্রদল নেতা আল আমিন সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রমুখ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, এই অবৈধ সরকার গত সংসদ নির্বাচনের মত উপজেলাতেও ডামি নির্বাচন করতে যাচ্ছে। গত সংসদ নির্বাচনের মত জনসাধারণ উপজেলা নির্বাচনেও ভোট দানে বিরত থাকবে। বিএনপির এই নেতা আরো বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান আছে এবং থাকবে। জনগণের পক্ষে আমরাই বিজয়ী হবো।এ তামাশার নির্বাচন ও ভোট বর্জনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রামের সর্বস্তরের জনগণকে আহবান জানাচ্ছি।উল্লেখ্য, সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়নি বিএনপি। সাধারণ মানুষকে এ ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত এক সপ্তাহ ধরে লিফলেট বিতরণ করছে দলটি।

আপনার মতামত দিন

Posted ১১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com