রবিবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

মান্দায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মান্দা উপজেলা প্রতিনিধি:

মান্দায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মান্দা উপজেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের আত্রাই নদীর উপর নির্মিত জোতবাজার নতুন ব্রীজের পাশে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এঘটায় নুরুল্যাবাদ গ্রামের আমজাদ হোসেন স্ত্রী মোছাঃ হাজেরা বেগম (৫০) বাদী হয়ে পাঁচ জনের নামে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন, ওয়াহেদ আলী(৫০), মরিজান বেগম(৪০), মজিবর রহমান(৫০), হাবিবুর রহমান(৩৫), ও শাকিল(২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, তফসিল মৌজা নং-নুরুল্যাবাদ মান্দা নওগাঁ , RS খতিয়ান নং-১৯১৬,১২৭৬,১২৭৭। RS দাগ নং- ২৭০২,২৭২৮,২৭০৫,২৮৫৪,২৬৬২,২৯২২,২৭০৩,২৮৫৬,২৬৮৮,২৭০৫,২৭৬৩,২৭৮৫ জমির পরিমান এক একর সোয়া বত্রিশ জমি শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু গত ৩ ফ্রেব্রুয়ারী শনিবার সকাল ৭ টায় অভিযুক্তরা এসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার দখলি জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় জমির মালিক হাজেরা বেগম বাধা দিতে চাইলে প্রতিপক্ষের লোকজন হাজেরা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ওই জমিতে কখনো প্রবেশ করলে তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণে মেরে গুম করে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা জানান বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, এবং ঐ সম্পত্তি তাদের বলে দাবি করেন।

এ বিষয়ে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com