মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

মোঃ মিজানুর রহমান

ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসায় সুষ্ঠভাবে শিক্ষক নিয়োগ সম্পন্ন।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসায় সুষ্ঠভাবে শিক্ষক নিয়োগ সম্পন্ন।
  1. ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসায় সুষ্ঠভাবে শিক্ষক নিয়োগ সম্পন্ন।
    আজ ১২/১১/-২০২৩ ইংরেজি তারিখে বটিয়াঘাটা থানার অন্তর্গত বাইনতলা বাজারের পাশে অবস্থিত স্বনামধন্য ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসায় এবতেদায়ী শাখায় ২ জন সহকারী শিক্ষিকা ও দাখিল শাখায় একজন সহকারি শিক্ষকের নিয়োগ প্রদান করা হয়। গত ০৪/১১/২৩ ইং তারিখে লিখিত এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯ জন প্রার্থী অংশগ্রহণ করে এবং ভাইবা সম্পন্ন করে। তার ভিতর থেকে ইবতেদায়ি শাখায় দুইজন সহকারী শিক্ষিকা মহিলা সর্বোচ্চ মেধা তালিকায় এগিয়ে থাকে, ও একজন সহকারী শিক্ষক দাখিল শাখায় কৃতকার্য হয়। তাদের মধ্য থেকে সর্বোচ্চ মেধায় প্রথম স্থান অর্জন করেছে মোসাঃ মাসুমা খাতুন। ইবতেদায়ী মৌলভী ও নাজমুন নাহার এবতেদায়ী সহকারী শিক্ষিকা ও সহকারী মৌলভী মারজান হোসাইন। এই তিন জন শিক্ষক শিক্ষিকাকে আজ মাদ্রাসার অফিস রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়োগপত্র প্রদান করেন অত্র মাদ্রাসার পরিচালক সালমান মোল্লাহ। এ সময় তাদেরকে মাদ্রাসার সুনাম অর্জনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন মাদ্রাসার সুযোগ্য সুপার আল মাহমুদ কাজী। এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসার পরিচালক সালমান মোল্লাহ, অত্র মাদ্রাসার সুপার আল মাহমুদ কাজী। আরো উপস্থিত ছিলেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা নাজমুল হাসান, মনজুরুল ইমাম, রহমত রাফি, জাকির হোসেন ,ইমদাদুল হক, মাওলানা মোঃ মিজানুর রহমান, মোঃ জয়নাল আবেদীন সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। সর্বশেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ শাহাজাহান আকুঞ্জী সাহেবের জন্য ও অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী সকলের জন্য দুয়া ও মোনাজাত করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইদুর রহমান।
আপনার মতামত দিন

Posted ৯:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com