মোস্তাফিজুর রহমান উজ্জল :
মোস্তাফিজুর রহমান উজ্জল,বিশেষ প্রতিনিধি : এসে গেছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। পূজা উদযাপনের আনন্দ খানিকটা বাড়িয়ে দিতেই গেলো কয়েক বছরের মতো এবারও দুর্গা পূজায় দুটি নতুন পূজার গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী শিলা দেবী। ‘হে ভবানী’ ও ‘আশ্বিনে এলো দুর্গা’ গান দুটি আসছে দুটি আলাদা ব্যানার থেকে। গান দুটির শুটিং শেষ হয়েছে। এর মধ্যে ‘হে ভবানী’ গানটি প্রকাশ পাবে কণ্ঠশিল্পীর নিজের ইউটিউব চ্যানেল ‘শিলা দেবী’ তে। এই গানের কথা লিখেছেন জয়ন্ত কর্মকার। গীতিকার নিজেই মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
গানটি নিয়ে সংগীতশিল্পী শিলা দেবী জানান, ঈদ কিংবা পূজা ধর্মীয় উৎসবগুলোতে সবাই সব ভেদাভেদ ভুলে একাত্ম হয়ে যায়। আনন্দ করে। উদযাপন করে। এটি খুব চমৎকার একটা বিষয়। বিশেষ এই উৎসবগুলোতে মানবতাই মুখ্য হয়ে ওঠে সবার কাছে। সবসময় সেই বোধটা থাকুক সবার মাঝে। সেই চর্চাই অব্যাহত থাকুক বছরের পুরোটা সময়। আর সৃষ্টিকর্তা সবাইকে সুন্দর আর কল্যাণের দিকে পরিচালনা করুক। সেই আহবান রয়েছে গানটিতে। চমৎকার কথা ও সুরের প্রতি খেয়াল রেখে ভালোভাবে গাওয়ার চেষ্টা করেছি। দর্শক – শ্রোতারা গানটি পছন্দ করবেন বলে আশাবাদী শিলা দেবী।
গানটি নিয়ে গীতিকার জয়ন্ত কর্মকার বলেন, পূজার গান মানেই একটু ভিন্ন কিছু। সবার একাত্মতা, উৎসবের রঙ, উদযাপনের বারতা, নানা আয়োজন। তাই অন্য সব গানের চেয়ে পূজার গানের আঙ্গিকতাও খানিকটা ভিন্ন। সেই বিষয়গুলো ভেবেই গানটি লিখেছি।
এর আগেও পূজার গানের সঙ্গীত পরিচালনা করেছেন মিউজিক কম্পোজার সুমন কল্যাণ। তিনি বলেন, খুব যত্ন নিয়ে মিউজিক করেছি। খানিকটা ভিন্নতা আনার চেষ্টা ছিল। সবমিলিয়ে গানটির মিউজিক সবার ভালো লাগবে বলে আশাবাদী তিনি।
‘হে ভবানী’ ছাড়াও সংগীতশিল্পী শিলা দেবী’র আরও একটি গান আসছে এবারের পূজায়। ‘আশ্বিনে এলো দুর্গা’ শিরোনামের গানটিতে আরও গেয়েছেন পুলক অধিকারী ও চম্পা বণিক। হীরেন্দ্রনাথ মৃধার লেখা গানটির সুর করেছেন পুলক অধিকারী। সঙ্গীতায়োজন করেছেন রাজন সাহা। সম্প্রতি রমনা কালী মন্দিরে গানটির দৃশ্যধারণ করা হয়। গানটি প্রকাশ পাবে ‘পুলক অধিকারী’ ইউটিউব চ্যানেল থেকে। এই গানটি নিয়েও আশাবাদী শিলা দেবী।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩