কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৩-২০২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওয়তায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম মাহবুব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩