মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

রেনেসাঁ অভিনয় শিল্পী সংঘের সভাপতি শামসল হক বাদল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম

রেনেসাঁ অভিনয় শিল্পী সংঘের সভাপতি শামসল হক বাদল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম

রেনেসাঁ অভিনয় শিল্পী সংঘের দুই বছর মেয়াদী ৪১ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।রোববার ২৮ মে বিকেল ৩ ঘটিটায় সৈয়দ আমেনা ভবন, ডাচ্ বাংলা ব্যাংকের ২য় তলা,নাগর টিভির অফিস,দূর্জয় মোড়,ভৈরব অফিসে সংগঠনের সভাপতি রক্ত সৈনিক শামসুল হক বাদল এর সভাপতিত্বে এবং স্বপন মাহমুদ দূর্জয় ও মাসুম ভৈরবীর পরিচালনায় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক বাদল ও সাধারণ সম্পাদক সাংবাদিক, অভিনেতা, মডেল আশরাফুল আলম কে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।
সংগঠনের অন্যান্য সদস্যদের নাম নিম্নে উল্লেখ্য করা হলো-সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী,রিপন মিয়া,এস.আই জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি লুৎফর রহমান সানি,মোঃহাবিবুর রহমান,এম.আর রুবেল,জামাল মিয়া,হাসান মাহমুদ খান(মুক্তার),সৌরভ সিদ্দিকুর,যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ,মাসুম ভৈরবী,মাসুম খান রাজ,রাজীব খান,সাংগঠনিক সম্পাদক,স্বপন মাহমুদ দূর্জয়,সহ-সাংগঠনিক সম্পাদক মুছা চৌধুরী,সাজিদ মিয়া,শামসুল আলম,সাংস্কৃতিক সম্পাদক রাজ্জাক তালুকদার রাজা সহ-সাংস্কৃতিক সম্পাদক নরুল ইসলাম,মাসুদ রানা নবাব,প্রচার সম্পাদক শামসুল হক মামুন,সহ প্রচার সম্পাদক,জাহাঙ্গীর আলম,কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রুবেল,সহ কোষাধ্যক্ষ, আই টি সি সম্পাদক,এইচ এম শামসুদ্দিন সহ-আই টি সি সম্পাদক,ক্রীড়া সম্পাদক
ফয়েজ আহমেদ দূর্জয়,সহ ক্রীড়া সম্পাদক
,আরিফুল ইসলাম তারিফ খান,দপ্তর সম্পাদক তানজিল সরকার,সহ-দপ্তর সম্পাদক লিয়াকত আলি মাসুম,আইন বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ নয়ন সহ-আইন বিষয়ক সম্পাদক সাহিত্য বিষয়ক সম্পাদক সবুজ মিয়া,শিক্ষা বিষয়ক সম্পাদক এম. এইচ. আমান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রুপম,সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল আমিন,ধর্ম বিষয়ক সম্পাদক রোমান আহমেদ সানি এছাড়াও সম্মানিত সদস্য ও কার্যনির্বাহী সদস্যগন।

আপনার মতামত দিন

Posted ১০:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com